জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১২: ২২

চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ চোরাকারবারি শাহাবুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত শাহাবুল উপজেলার মেদিনীপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে। 

পলাতক ব্যক্তিরা হলেন, ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলী। 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বলেন, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মেদেনীপুর গ্রামের শেষপ্রান্তে খালপাড়া ব্রিজের ওপর দিয়ে ওই তিনজন ডিসকাভার মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন পালিয়ে যান। 

এ সময় শাহাবুল ইসলামের পরা শার্ট ও প্যান্টের দুই পকেটে স্কচটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, দুজনকে পলাতক দেখিয়ে জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত