Ajker Patrika

খাসজমিতে গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১৮: ১৮
খাসজমিতে গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে আটটি গাঁজাগাছসহ মো. নিয়ামত বিশ্বাস (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিয়ামত বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের আফিল উদ্দিন বিশ্বাসের (মৃত) ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে শ্রীপুর থানাধীন দারিয়াপুর বাজারে টহল ডিউটি চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। উপজেলার গোয়ালদাহ স্ট্যান্ড থেকে ১০০ গজ পশ্চিমে ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশে গাঁজাগাছ চাষ ও পরিচর্যা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই আজম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি থেকে আটটি গাঁজাগাছ জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশের ওই জমিতে রোপণ করা ঘাসের মধ্যে গাঁজাগাছের চাষ করে আসছিলেন ওই চাষি। চার থেকে পাঁচ মাস আগে ওই জমিতে গাঁজার চারা রোপণ করেছিলেন তিনি। তিনি পেশাদার গাঁজাচাষি। উদ্ধার আটটি গাঁজাগাছের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১০ কেজি ৪০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা। 

শ্রীপুর থানার ওসি শুকদেব রায় জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত