Ajker Patrika

ঘুমানোর সময় খেলতে যাওয়া মাদ্রাসা ছাত্রকে শতাধিক বেত্রাঘাত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ঘুমানোর সময় খেলতে যাওয়া মাদ্রাসা ছাত্রকে শতাধিক বেত্রাঘাত

খুলনার পাইকগাছায় ঘুমানোর সময় খেলতে যাওয়ায় স্থানীয় একটি মাদ্রাসার এক ছাত্রকে (১৮) শতাধিক বেত্রাঘাত করেছেন শিক্ষক মোহতামিম। এ ঘটনায় আহত ছাত্রকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন তাঁর বাবা।

গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সামছুল উলুম কওমী মাদ্রাসা এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের বাবা জানান, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাঁর ছেলে। রোববার দুপুরে মাদ্রাসায় পড়া শেষে ১ ঘণ্টা ঘুমের জন্য বিরতি দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় তাঁর ছেলে ঘুমিয়ে না পড়ে পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে ফিরে আসলে তাঁকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে শতাধিক বেতের আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করেন তিনি। তাঁর পিটে, পায়ে ও হাতে শতাধিক বেতের আঘাতের দাগ রয়েছে বলে জানান তিনি।

এ বিষয় মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম ওয়েজ আহম্মেদ বলেন, ‘ছেলেদের ঘুমের জন্য ১ ঘণ্টা বিরতি দেওয়া হয়। কিন্তু ছেলেটি ঘুমিয়ে না পড়ে মোবাইলে গেম খেলছিল। সংবাদ পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারপিট করেছি। তবে মারপিট একটু বেশি হয়ে গেছে। তার জন্য বাবা-মা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি ভুল স্বীকার করেছি।’

সামসুল উলুম কওমী মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান, সভাপতি খুলনাতে রয়েছেন। আসার পর জরুরি সভা করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুনেছি মাদ্রাসার ছাত্রকে মারপিট করে আহত করেছেন শিক্ষক। ছাত্রের অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত