কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী যুবককে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের চারটি ঘর জ্বালিয়ে দিয়েছে। 

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। 

ছুরিকাঘাতে নিহত আব্দুল জব্বার শেখ (২৬) চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। এ সময় আহত আহত রাজিব শেখ (২৬) চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। রাজীবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

অভিযুক্ত দেলোয়ার মুন্সী ওরফে আকাশ (৩০) চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে। হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা দেলওয়ার মুন্সি ও তাঁর বাবার চারটি ঘরে আগুন দেয়। আগুনে ঘরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। 

পুলিশ জানায়, দু-তিন দিন আগে দিলওয়ার মুন্সি এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। ওই কিশোরী আব্দুল জব্বার শেখের প্রতিবেশী। এর প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তাঁর ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। সেটি হাতাহাতির পর্যায়ে গড়ায়। এর মধ্যে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার ও তাঁর বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত