Ajker Patrika

পাইকগাছায় বৃদ্ধকে হত্যার আড়াই মাস পর গ্রেপ্তার ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১১
পাইকগাছায় বৃদ্ধকে হত্যার আড়াই মাস পর গ্রেপ্তার ৪ 

খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আনছার সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রায় আড়াই মাস পর প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মামলার প্রধান আসামি মৃত কওসার সরদারের ছেলে মো. সিদ্দিক সরদার (৪২), তাঁর স্ত্রী জেসমিন বেগম (৩৮), আলতাফ সরদারের ছেলে রাজু সরদার (২০) ও আলতাফ সরদারের স্ত্রী আনজুয়ারা বেগম (৪০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ এম ইমদাদ হোসেন বলেন, প্রতিবেশী কওসার সরদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে আনছার সরদার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষ সিদ্দিক সরদার, রাজু সরদারসহ কয়েকজন দা দিয়ে কুপিয়ে তাঁকে আহত করেন। এ সময় নিহতের স্ত্রী রমেছা খাতুন (৫৫) ও বোন জরিনাকে (৪৫) পিটিয়ে আহত করেন তাঁরা।

ঘটনার পর আহত আনছার সরদারকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আনছার সরদার মারা যান। পরে ৬ জুলাই আনছার সরদারের ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় আড়াই মাস পর র‍্যাবের সহায়তায় গতকাল রাতে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আনসার সরদার হত্যা মামলায় নারীসহ ৪ আসামিকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত