পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আনছার সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রায় আড়াই মাস পর প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মামলার প্রধান আসামি মৃত কওসার সরদারের ছেলে মো. সিদ্দিক সরদার (৪২), তাঁর স্ত্রী জেসমিন বেগম (৩৮), আলতাফ সরদারের ছেলে রাজু সরদার (২০) ও আলতাফ সরদারের স্ত্রী আনজুয়ারা বেগম (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ এম ইমদাদ হোসেন বলেন, প্রতিবেশী কওসার সরদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে আনছার সরদার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষ সিদ্দিক সরদার, রাজু সরদারসহ কয়েকজন দা দিয়ে কুপিয়ে তাঁকে আহত করেন। এ সময় নিহতের স্ত্রী রমেছা খাতুন (৫৫) ও বোন জরিনাকে (৪৫) পিটিয়ে আহত করেন তাঁরা।
ঘটনার পর আহত আনছার সরদারকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আনছার সরদার মারা যান। পরে ৬ জুলাই আনছার সরদারের ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় আড়াই মাস পর র্যাবের সহায়তায় গতকাল রাতে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আনসার সরদার হত্যা মামলায় নারীসহ ৪ আসামিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আনছার সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রায় আড়াই মাস পর প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকার নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মামলার প্রধান আসামি মৃত কওসার সরদারের ছেলে মো. সিদ্দিক সরদার (৪২), তাঁর স্ত্রী জেসমিন বেগম (৩৮), আলতাফ সরদারের ছেলে রাজু সরদার (২০) ও আলতাফ সরদারের স্ত্রী আনজুয়ারা বেগম (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ এম ইমদাদ হোসেন বলেন, প্রতিবেশী কওসার সরদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে আনছার সরদার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষ সিদ্দিক সরদার, রাজু সরদারসহ কয়েকজন দা দিয়ে কুপিয়ে তাঁকে আহত করেন। এ সময় নিহতের স্ত্রী রমেছা খাতুন (৫৫) ও বোন জরিনাকে (৪৫) পিটিয়ে আহত করেন তাঁরা।
ঘটনার পর আহত আনছার সরদারকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আনছার সরদার মারা যান। পরে ৬ জুলাই আনছার সরদারের ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় আড়াই মাস পর র্যাবের সহায়তায় গতকাল রাতে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আনসার সরদার হত্যা মামলায় নারীসহ ৪ আসামিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫