Ajker Patrika

লোহাগড়ায় গাছ কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডা, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৩: ৫৪
লোহাগড়ায় গাছ কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডা, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ ওই গ্রামের আফজাল শেখের ছেলে। চাচাতো ভাই রিপন শেখ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রিপন শেখ ও তাঁর লোকজন বাবুল শেখের জমি থেকে তালগাছ কাটতে থাকেন। খবর পেয়ে বাবুল শেখ সেখানে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রের (পাট কাটার হাঁসো) কোপে বাবুল গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রিপন শেখ পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ