Ajker Patrika

লোহাগড়ায় হাতুড়ি দিয়ে কৃষককে পিটিয়ে হত্যা 

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫: ০৪
লোহাগড়ায় হাতুড়ি দিয়ে কৃষককে পিটিয়ে হত্যা 

নড়াইলের লোহাগড়ায় সুফল বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে মারপিটের ঘটনা ঘটলেও রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যান। নিহত সুফল কল্যাণপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে সুফল জমি থেকে পাট কেটে পানিতে জাগ (পচানো) দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পূর্বের একটি নারীকেন্দ্রিক ঘটনা নিয়ে একই গ্রামের রোস্তম শেখ ও তাঁর দুই ছেলে তমাল শেখ, রুবেল শেখ হাতুড়ি ও লোহার রড দিয়ে সুফলকে বেধড়ক পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ১০টার দিকে সুফল মারা যান। 
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত