Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৪: ০০
জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। 

জানা যায়, আহত আশরাফ আলী চণ্ডীপুর গ্রামের পূর্বপাড়ার শামসুদ্দিন মিয়ার ছেলে। 

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফ আলীর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী মৃত আবু ইউসুফের দুই ছেলে মতিয়ার রহমান (৩৮) ও আবু তাহেরের (৩৫) সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকালে জমির সীমানা নিয়ে আশরাফ আলীর সঙ্গে মতিয়ার রহমান ও আবু তাহেরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মতিয়ার রহমান লাঠি দিয়ে আশরাফ আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, ‘রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা আশরাফকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। তাঁর মাথার আঘাতের স্থানে পাঁচটি সেলাই করা হয়েছে। তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত