চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার সকালে যশোর শহরের খালধার রোড আমিনিয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
অপু খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ এই হত্যাকাণ্ডে জড়িত।
স্থানীয়রা জানান, ২০২০ সালের ৭ জুন শহরের বড় বাজারে পাপ্পু নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে অপু নিজে হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মাটিতে ফেলে গলা কেটে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তিনি মারা যান।
স্থানীয়রা আরও জানান, নিহত আশিকুর রহমান অপু সন্ত্রাসী পুট সানির ক্যাডার ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি। তাঁর প্রতিপক্ষ রিয়াদ এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি বড় বাজার এলাকার কাউন্সিলর হাজি সুমনের ক্যাডার হিসেবে যশোর বড় বাজারে টোল আদায় করেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল, যার জেরে এই হত্যাকাণ্ড।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। গলার অনেকাংশ কাটা। অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকে পুলিশ অভিযানে আছে।’
যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার সকালে যশোর শহরের খালধার রোড আমিনিয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
অপু খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ এই হত্যাকাণ্ডে জড়িত।
স্থানীয়রা জানান, ২০২০ সালের ৭ জুন শহরের বড় বাজারে পাপ্পু নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে অপু নিজে হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মাটিতে ফেলে গলা কেটে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তিনি মারা যান।
স্থানীয়রা আরও জানান, নিহত আশিকুর রহমান অপু সন্ত্রাসী পুট সানির ক্যাডার ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি। তাঁর প্রতিপক্ষ রিয়াদ এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি বড় বাজার এলাকার কাউন্সিলর হাজি সুমনের ক্যাডার হিসেবে যশোর বড় বাজারে টোল আদায় করেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল, যার জেরে এই হত্যাকাণ্ড।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। গলার অনেকাংশ কাটা। অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকে পুলিশ অভিযানে আছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪