যশোরে হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১৫: ১৮
Thumbnail image

যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার সকালে যশোর শহরের খালধার রোড আমিনিয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। 

অপু খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। 

স্থানীয়দের অভিযোগ, একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ এই হত্যাকাণ্ডে জড়িত। 

স্থানীয়রা জানান, ২০২০ সালের ৭ জুন শহরের বড় বাজারে পাপ্পু নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে অপু নিজে হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে একই এলাকার রিয়াদ, ইয়াদ, কুটি, আশরাফ, সবুজ, শাওন ও শুভ তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মাটিতে ফেলে গলা কেটে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তিনি মারা যান। 

স্থানীয়রা আরও জানান, নিহত আশিকুর রহমান অপু সন্ত্রাসী পুট সানির ক্যাডার ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি। তাঁর প্রতিপক্ষ রিয়াদ এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি বড় বাজার এলাকার কাউন্সিলর হাজি সুমনের ক্যাডার হিসেবে যশোর বড় বাজারে টোল আদায় করেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল, যার জেরে এই হত্যাকাণ্ড। 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। গলার অনেকাংশ কাটা। অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। 

যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকে পুলিশ অভিযানে আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত