যশোর প্রতিনিধি
ফলজাতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আগামী চার দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। দাবি পূরণ না হলে তাঁরা বিদেশ থেকে ফল আমদানি বন্ধ করে দেবেন।
আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে এ দাবি জানান। দেশের অন্যতম বৃহৎ ফলমন্ডি মনিহার স্ট্যান্ডের সামনে এ কর্মসূচির আয়োজন করে যশোর ফল ব্যবসায়ী সমিতি। এতে ৫ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডলার-সংকটসহ নানা কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলজাতীয় পণ্যে অতিরিক্ত মূসক, শুল্ক বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামবে। অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ ফেব্রুয়ারির মধ্যে এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে স্থলবন্দর বেনাপোল ও ভোমরা দিয়ে যশোরের কোনো আমদানিকারক ও ব্যবসায়ী ফল আনবেন না। একই সঙ্গে ফল বিক্রি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন বলেন, ‘এমনি ফলের মূল্যবৃদ্ধিতে অনেকাংশে বেচাকেনা কমেছে। এর মধ্যে ফলজাতীয় পণ্যকে বিলাসী পণ্য আখ্যা দিয়ে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেছে। ফলকে বিলাসী পণ্য থেকে প্রত্যাহার এবং অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি না মেনে নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি হাতে নেব।’
ফলজাতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আগামী চার দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। দাবি পূরণ না হলে তাঁরা বিদেশ থেকে ফল আমদানি বন্ধ করে দেবেন।
আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে এ দাবি জানান। দেশের অন্যতম বৃহৎ ফলমন্ডি মনিহার স্ট্যান্ডের সামনে এ কর্মসূচির আয়োজন করে যশোর ফল ব্যবসায়ী সমিতি। এতে ৫ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডলার-সংকটসহ নানা কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলজাতীয় পণ্যে অতিরিক্ত মূসক, শুল্ক বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামবে। অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ ফেব্রুয়ারির মধ্যে এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে স্থলবন্দর বেনাপোল ও ভোমরা দিয়ে যশোরের কোনো আমদানিকারক ও ব্যবসায়ী ফল আনবেন না। একই সঙ্গে ফল বিক্রি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন বলেন, ‘এমনি ফলের মূল্যবৃদ্ধিতে অনেকাংশে বেচাকেনা কমেছে। এর মধ্যে ফলজাতীয় পণ্যকে বিলাসী পণ্য আখ্যা দিয়ে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করেছে। ফলকে বিলাসী পণ্য থেকে প্রত্যাহার এবং অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি না মেনে নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি হাতে নেব।’
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫