Ajker Patrika

মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা, চালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১: ২২
মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা, চালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অটোচালক তাপস চন্দ্র সরকার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিএনজি অটোরিকশাচালক মারা গেছেন। তবে মৃতের শরীরের পেছন দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘গতকাল আনুমানিক রাত ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেলচালকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে নিয়ে অটোচালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত