রাত হলেই সড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তাঁরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৯: ৩৪

জামালপুর মেলান্দহ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পাহাডিপটল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, তালা খোলার রড, রশি পাওয়া যায়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে পুলিশ বাদী হয়ে তাঁদের নামে মামলা করে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন ডাকাত দলের সদস্য। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। 

রাত হলেই তাঁরা এলাকায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ বুঝে বসতবাড়িতে ঢুকে চুরি–ডাকাতি করেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত