Ajker Patrika

পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত মা ও নবজাতকের মরদেহ উত্তোলন

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৯: ৫৯
পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত মা ও নবজাতকের মরদেহ উত্তোলন

নেত্রকোনার বারহাট্টায় অস্ত্রোপচারের সময় মারা যাওয়া সেই প্রসূতি শরিফা আক্তার (২২) ও তাঁর নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। আদালতের আদেশে বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীর উপস্থিতিতে আজ রোববার দুপুরের দিকে মরদেহ দুটি কবর থেকে তোলা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক, সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত শরিফা আক্তার চন্দ্রপুর গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার লামাগাঁও গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মহসিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সন্তান প্রসবের সময় এগিয়ে আসায় কিছুদিন আগে তিনি তাঁর বাবার বাড়িতে আসেন। গত বুধবার দুপুরের দিকে সন্তান প্রসবকালে তাঁর মৃত্যু হয়। একই সময়ে তাঁর নবজাতকও মারা যায়। তাদের মরদেহ চন্দ্রপুর গ্রামে দাফন করা হয়।

অভিযোগ ওঠে যে, আবুল কাশেম একজন পশু চিকিৎসক। পশু চিকিৎসার পাশাপাশি তিনি ৩০ বছর ধরে মানুষেরও চিকিৎসা করতেন। তাই আবুল কাশেমের ভুল চিকিৎসায় ওই দুজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।

এ ব্যাপারে মারা যাওয়া শরিফা আক্তারের স্বামী মহসিন মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে আবুল কাশেমকে (৬২) একমাত্র আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই প্রসূতি ও নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আবুল কাশেম একজন পল্লি চিকিৎসক। তিনি পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও শরিফাকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রকার ইনজেকশন দেন ও স্যালাইন পুশ করেন। ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত