ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বৃদ্ধকে জামালপুর জেলা ও দায়রা জাজ আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় জানা গেছে, বাক্প্রতিবন্ধী ওই নারী (৩৬) গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল শেখের মুদি দোকানে পান কিনতে যান। তাঁকে একা পেয়ে ফুসলিয়ে পান দেওয়ার কথা বলে দোকান ঘরের ভেতরে দরজা বন্ধ করে দেন। সেখানে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন আবুল শেখ। এ সময় স্থানীয় কয়েকজন দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দেখতে পান দোকানের দরজা বন্ধ। দোকানের ভেতরে থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা দোকান ঘরের ভাঙা বেড়া দিয়ে দেখতে পান ধর্ষণের ঘটনা। লোকজন ঘটনা দেখে ফেলায় আবুল শেখ কৌশলে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইসলামপুর থানায় অভিযোগ করেন।
অভিযুক্ত আবুল শেখ বলেন, ‘আমি ধর্ষণের চেষ্টা করিনি। মেয়েটি একদিকে বোবা। অপরদিকে মাথা পাগল। সব সময় আবোল-তাবোল করে। ভুল বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়া হয়েছে।’
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাব্বী বলেন, বৃহস্পতিবার দুপুরে আবুল শেখকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামালপুর শেখ হাসিনার মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তের তথ্যানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের ইসলামপুরে বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বৃদ্ধকে জামালপুর জেলা ও দায়রা জাজ আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় জানা গেছে, বাক্প্রতিবন্ধী ওই নারী (৩৬) গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল শেখের মুদি দোকানে পান কিনতে যান। তাঁকে একা পেয়ে ফুসলিয়ে পান দেওয়ার কথা বলে দোকান ঘরের ভেতরে দরজা বন্ধ করে দেন। সেখানে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন আবুল শেখ। এ সময় স্থানীয় কয়েকজন দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দেখতে পান দোকানের দরজা বন্ধ। দোকানের ভেতরে থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা দোকান ঘরের ভাঙা বেড়া দিয়ে দেখতে পান ধর্ষণের ঘটনা। লোকজন ঘটনা দেখে ফেলায় আবুল শেখ কৌশলে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইসলামপুর থানায় অভিযোগ করেন।
অভিযুক্ত আবুল শেখ বলেন, ‘আমি ধর্ষণের চেষ্টা করিনি। মেয়েটি একদিকে বোবা। অপরদিকে মাথা পাগল। সব সময় আবোল-তাবোল করে। ভুল বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়া হয়েছে।’
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাব্বী বলেন, বৃহস্পতিবার দুপুরে আবুল শেখকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামালপুর শেখ হাসিনার মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তের তথ্যানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে