Ajker Patrika

ঘুষের টাকা ফেরত দিলেন সেই ভূমি কর্মকর্তা

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
ঘুষের টাকা ফেরত দিলেন সেই ভূমি কর্মকর্তা

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নাম করে নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলাল উদ্দিন। 

জানা যায়, আজ শনিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে ও উপস্থিতিতে ওই কর্মকর্তা ৪০ জনের মাঝে ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা ফেরত দেন। 

ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলাল উদ্দিন উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক দরিদ্র মানুষের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে জনপ্রতি ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা নেন। গত বুধবার তাঁর বদলির খবর শুনে ভুক্তভোগী ও স্থানীয়রা সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন ভূমি অফিসে অবরুদ্ধ করে রাখেন। পরে দেওয়ানগঞ্জ ইউএনও একেএম আবদুল্লাহ বিন রশীদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে, টাকা ফেরত দেওয়ার শর্তে ভূমি কর্মকর্তা আলাল উদ্দিনকে উদ্ধার করেন। 

এ বিষয়ে ইউএনও আবদুল্লাহ বিন রশীদ বলেন, ৪০ জন ভুক্তভোগীর মাঝে ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা ফেরত দিয়েছেন আলাল উদ্দিন। তাঁর কাছে আরও কারও টাকা পাওনা থাকলে অভিযোগ পেলে সেটিও দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত