Ajker Patrika

সমবায় সমিতির টাকা আত্মসাৎ করায় প্রভাষক গ্রেপ্তার 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সমবায় সমিতির টাকা আত্মসাৎ করায় প্রভাষক গ্রেপ্তার 

জামালপুরের দেওয়ানগঞ্জে সমবায় সমিতির নামে ৪০ কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকা প্রভাষক আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আকবর হোসেন উপজেলার হাতীভাঙ্গা মোফাজ্জল মিঞা মেমোরিয়াল ডিগ্রি কলেজের গণিতের প্রভাষক। তিনি সমাজসেবার নামে উপজেলার কাঠারবিল বাজারে যমুনা বহুমুখী সমবায় সমিতি গঠন করেন। সমিতির সদস্যদের মাঝে সঞ্চয় ও ঋণ কার্যক্রম শুরু করে অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করেন তিনি। এতে দিনদিন আকবরের গড়ে তোলা সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ; গাইবান্ধার ফুলছড়ি; কুড়িগ্রামের রাজিবপুর, রৌমারী উপজেলার সাড়ে ৬ হাজার সদস্যদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি অর্থ সমিতির তহবিলে জমা হয়। সমিতিটি কয়েক বছর সদস্যদের সঞ্চয়ের বিপরীতে মুনাফার টাকা নিয়মিত পরিশোধ করে।

হঠাৎ ২০২০ সালে সমিতির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে সদস্যরা তাঁদের জমানো জামানতের মুনাফার অর্থসহ ও মূল টাকা ফেরতের জন্য সমিতির পরিচালক আকবরকে চাপ দেন। কিন্তু মুনাফা তো দূরের কথা সঞ্চয়ের আসল টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে সমিতির কর্তৃপক্ষ। অপরদিকে, একই বছর আত্মগোপন করেন আকবর হোসেন। ফলে জমানতের অর্থ ফেরতের দাবিতে ভুক্তভোগী সদস্যরা তাঁর নামে মামলা দায়ের এবং বিভিন্ন সময় আকবরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, আকবর আট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বহুদিন থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত