নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ঝলমল সরকারের (২২) দাবি, তাঁর ব্যাগে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারী। পৌরশহরের রাউৎপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে মোহনগঞ্জ থানার দূরত্ব ২০০ গজ।
ঝলমল সরকার পৌরশহরের রাউৎপাড়া এালাকার নৃপেন্দ্র সরকারের ছেলে। পৌরশহরের থানা রোডে বসুন্ধরা প্লাজার নিচ তলায় ঝলমল স্টেশনারি ও বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন তিনি।
ঝলমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় রওনা হই। হাতের ব্যাগে ১ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল। থানা পার হয়ে বাসার রোডে ঢুকতেই মুখোশ পড়া একজন ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়। হাতে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে আমাকে ফের ছুরিকাঘাত করলে ব্যাগ ছেড়ে দেই।’
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঝলমল সরকার আরও জানান, রাতে চিকিৎসা শেষে অভিযোগ দিতে থানায় গেলে এএসআই শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি সকালে এসে অভিযোগ দিতে বলেন। পরে দুপুর আড়াইটার দিকে থানায় গেলে একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে অভিযোগ লেখানো হয়। তখন এএসআই শাহ আলম অভিযোগটি কনস্টেবলের কাছেই রেখে যেতে বলেন। আর সন্ধ্যায় ওসি অফিসে আসার পর দেখবেন বলে তাঁকে বিদায় করে দেন।
এ বিষয়ে জানতে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামকে আজ বিকেল পাঁচটার দিকে ফোন দেওয়া হলে তিনি জানান, ‘বিষয়টি জানা নেই। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ঝলমল সরকারের (২২) দাবি, তাঁর ব্যাগে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারী। পৌরশহরের রাউৎপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে মোহনগঞ্জ থানার দূরত্ব ২০০ গজ।
ঝলমল সরকার পৌরশহরের রাউৎপাড়া এালাকার নৃপেন্দ্র সরকারের ছেলে। পৌরশহরের থানা রোডে বসুন্ধরা প্লাজার নিচ তলায় ঝলমল স্টেশনারি ও বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন তিনি।
ঝলমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় রওনা হই। হাতের ব্যাগে ১ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল। থানা পার হয়ে বাসার রোডে ঢুকতেই মুখোশ পড়া একজন ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়। হাতে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে আমাকে ফের ছুরিকাঘাত করলে ব্যাগ ছেড়ে দেই।’
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঝলমল সরকার আরও জানান, রাতে চিকিৎসা শেষে অভিযোগ দিতে থানায় গেলে এএসআই শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি সকালে এসে অভিযোগ দিতে বলেন। পরে দুপুর আড়াইটার দিকে থানায় গেলে একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে অভিযোগ লেখানো হয়। তখন এএসআই শাহ আলম অভিযোগটি কনস্টেবলের কাছেই রেখে যেতে বলেন। আর সন্ধ্যায় ওসি অফিসে আসার পর দেখবেন বলে তাঁকে বিদায় করে দেন।
এ বিষয়ে জানতে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামকে আজ বিকেল পাঁচটার দিকে ফোন দেওয়া হলে তিনি জানান, ‘বিষয়টি জানা নেই। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪