প্রতিনিধি
বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টায় অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের ডেনডু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ছাত্রী এলাকা থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামিসহ আরও তিন-চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন শনিবার থেকে শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।
বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, 'তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ডিবি পুলিশের সহায়তায় গতকাল গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছি। তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'
ওসি আরও বলেন, 'ওই শিক্ষার্থীকে গতকাল বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দির জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।'
বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টায় অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের ডেনডু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ছাত্রী এলাকা থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামিসহ আরও তিন-চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন শনিবার থেকে শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।
বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, 'তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ডিবি পুলিশের সহায়তায় গতকাল গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছি। তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'
ওসি আরও বলেন, 'ওই শিক্ষার্থীকে গতকাল বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দির জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।'
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে