Ajker Patrika

প্রেম করে বিয়ে, কিশোরীকে সংশোধন কেন্দ্রে পাঠালেন ইউএনও

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রেম করে বিয়ে, কিশোরীকে সংশোধন কেন্দ্রে পাঠালেন ইউএনও

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক স্থানে দুটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে কনের মাকে অর্থদণ্ড ও এক কিশোরীকে এক মাসের জন্য সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়মা পূর্বপাড়া ও নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা।

স্থানীয়রা জানায়, উপজেলার খড়মা পূর্বপাড়ার অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরী (১৫) প্রেম করে পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের এক ছেলেকে গোপনে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের অভিভাবক মেনে নেন এবং রোববার রাতে অনুষ্ঠান করার উদ্যোগ নেন। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও কামরুন্নাহার শেফা ও ওসি শ্যামল চন্দ্র ধর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেন এবং কনের মাকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ওই কিশোরীকে এক মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠান।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের খড়মা নয়াপাড়া গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর (১৪) বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও কামরুন্নাহার শেফা।

স্থানীয়রা জানায়, চরখড়মা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদের (১৮) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। অভিযানে ওই বিয়ে বন্ধ করে দেন। এরপর ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না বলে অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়।

ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, ‘বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি, আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত