Ajker Patrika

জামালপুরে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০২
জামালপুরে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জন ও দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন এসএসসি (ভোক) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জান যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসান রাজু এবং মৎস্য অফিসার শফিউল আলম হাতীভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় তাঁরা পরীক্ষার হলে ৭ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন। 

অন্যদিকে, দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) দিপা। তিনি ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে নকলসহ ধরেন। পরে বিধিমোতাবেক কেন্দ্র দুটির সচিবগণ তাঁদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষা হলে নকল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত