ঈদের দিন ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোচালক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ঈদের দিন ভোরে ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার ভোরে মহানগীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অটোরিকশাচালক সাদেক আলী ও হাবিবুর রহমান দুজনই রাতে অটোরিকশা চালায়। ভোরের দিকে একই ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। 

নিহত সাদেক মিয়ার বড় ভাই মোশাররফ হোসেন বলেন, ‘সাদেক গতকাল দুপুর ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে সকালে পুলিশ আমাদের কল দিয়ে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। আমার ভাইয়ের হত্যাকারীদের কঠিন বিচার চাই।’ 

ওসি শাহ কামাল আকন্দ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত