Ajker Patrika

১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের হারুন মিয়া (৩০), শ্রীবরদী পৌরসভার পোরাগড় গ্রামের সুজন মিয়া (২৩) ও শেরপুর সদরের বামনের চর গ্রামের শাহিন মিয়া (১৯)। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলা ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম, হারুন মিয়া, সুজন মিয়া ও শাহীন মিয়াকে পুলিশ আটক করে। 

পরে তল্লাশি করলে তাঁদের ব্যাগ থেকে ১৬ ইঞ্চি লম্বা ১৩৫ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে য়ায়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে তক্ষকসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের নামে মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত