Ajker Patrika

ময়মনসিংহে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩১
ময়মনসিংহে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ২ হাজার পিস ইয়াবা ও চার বোতল হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার হালুয়াঘাট উপজেলার উচ্ছ্বাস ও রাজন। তাঁরা নগরীর আলিয়া মাদ্রাসা এলাকার বহুতল ভবনে ফ্ল্যাট বাসায় বসবাস করতেন। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, `গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নগরীর আলিয়া মাদ্রাসা রোড এলাকায় একটি ফ্ল্যাট বাসায় প্রচুর পরিমাণ ইয়াবা মজুত করে রাখা আছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ফ্ল্যাট বাসায় অভিযান চালায়। অভিযানের সময় ওই বাসা থেকে ২ হাজার পিস ইয়াবা ও চার বোতল হুইস্কি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।' 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ ফ্ল্যাট বাসা ভাড়া করে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত