ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার চার র্যাবসহ বিভিন্ন প্রশাসনিক পরিচয় ব্যবহার করে বিয়ে, অপহরণ, টর্চারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
এর আগে, গতকাল বুধবার বিকেলে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি জামিরদিয়া মায়ের মসজিদ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপহৃত তিনজন, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, র্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, ডিজিএফআই’র ভুয়া আইডি কার্ড, পাঁচটি মোবাইল, একটি সাদা রঙের হায়েস গাড়ি, ছিনতাই করা ৬৬ হাজার ৫৮৪ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল মাহবুবুল (৪৩), একই উপজেলার মুছা শেখ (২৪), মুন্সিগঞ্জ জেলার মনির হোসেন (৪০), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সবুজ বিশ্বাস (২৪)।
উদ্ধার ব্যক্তিরা হলেন জেলার মুক্তাগাছা উপজেলার আসাদুজ্জামান আসাদ (২৮), একই জেলার ত্রিশাল উপজেলার হাফিজুল ইসলাম (৩৪) এবং টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার রফিকুল ইসলাম (৩৬)।
র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার রফিকুল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভুঞাপুর থানার গোবিন্দাস বাজারে নিজ দোকানে গরুর মাংস বিক্রি করছিলেন।
হঠাৎ সাদা রঙের হায়েস গাড়ি তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় গাড়ি থেকে ৬-৭ জন লোক নেমে প্রথমে নিজেদের ডিবি-পুলিশ পরিচয় দিয়ে চোরাই মাংস বিক্রি করছে বলে রফিকুল ইসলামকে গাড়িতে উঠতে বলেন। তাঁদের সঙ্গে যেতে না চাইলে দোকানের ক্যাশবাক্স থেকে ৪০ হাজার টাকা নিয়ে রফিকুল ইসলামকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। এ সময় গ্রেপ্তার রাসেল মাহবুবুল নিজেকে র্যাবের মেজর পরিচয় দেন। তাঁকে গাড়িতে তুলে বেধড়ক পিটুনি দিয়ে ৬ লাখ টাকা দাবি করেন।
তিনি আরও বলেন, সেখান থেকে ফেরার পথে বেলা ১১টার দিকে জেলার মুক্তাগাছার নিমুরিয়া হাইস্কুলের সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সেলসম্যান আসাদুজ্জামান আসাদকে মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেন। তখন আসাদুজ্জামান মোটরসাইকেল দাঁড় করাতেই গাড়িতে থাকা আসামিরা র্যাব এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আইডি কার্ড দেখিয়ে আসাদকে গাড়িতে তোলেন এবং একজন অপহরণকারী মোটরসাইকেলটি চালিয়ে অন্যত্র নিয়ে যান।
অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান আরও বলেন, একই দিন বেলা ২টার দিকে সেখান থেকে জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের ঢাকা-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে মুদি দোকানের কর্মচারী হাফিজুল ইসলামকে ডাক দেন। হাফিজুল ইসলাম কাছে এলে রাসেল মাহবুবুল আবারও নিজেকে র্যাবের মেজর পরিচয় দিয়ে হাফিজুলকে জোরপূর্বক গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন এই চক্রের চার সদস্যকে ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন।
তাঁদের সঙ্গে আরও ছয়জন সহযোগী রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে র্যাব কাজ করছে। গ্রেপ্তারদের মধ্যে রাসেল র্যাবের মেজর পরিচয় দিয়ে তিনটি বিয়ে এবং একাধিক অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। তাঁর নামে চারটি মামলা রয়েছে। মনিরের নামে একটি মামলা রয়েছে। বাকিদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে অঝোরে কেঁদে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘র্যাবের মেজর পরিচয় দিয়ে রাসেল আমার কাছে ছয় লাখ টাকা দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির সিটের নিচে আমার মাথা রেখে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে কয়েক ঘণ্টা নির্যাতন করেন। তাঁদের কাছে প্রাণে বাঁচার আকুতি করেও কোনো রেহাই পাইনি। র্যাব বিষয়টি বুঝতে পেরে আমাদের উদ্ধার করায় প্রাণে বেঁচে রয়েছি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার চার র্যাবসহ বিভিন্ন প্রশাসনিক পরিচয় ব্যবহার করে বিয়ে, অপহরণ, টর্চারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
এর আগে, গতকাল বুধবার বিকেলে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি জামিরদিয়া মায়ের মসজিদ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপহৃত তিনজন, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, র্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, ডিজিএফআই’র ভুয়া আইডি কার্ড, পাঁচটি মোবাইল, একটি সাদা রঙের হায়েস গাড়ি, ছিনতাই করা ৬৬ হাজার ৫৮৪ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল মাহবুবুল (৪৩), একই উপজেলার মুছা শেখ (২৪), মুন্সিগঞ্জ জেলার মনির হোসেন (৪০), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সবুজ বিশ্বাস (২৪)।
উদ্ধার ব্যক্তিরা হলেন জেলার মুক্তাগাছা উপজেলার আসাদুজ্জামান আসাদ (২৮), একই জেলার ত্রিশাল উপজেলার হাফিজুল ইসলাম (৩৪) এবং টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার রফিকুল ইসলাম (৩৬)।
র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার রফিকুল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভুঞাপুর থানার গোবিন্দাস বাজারে নিজ দোকানে গরুর মাংস বিক্রি করছিলেন।
হঠাৎ সাদা রঙের হায়েস গাড়ি তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় গাড়ি থেকে ৬-৭ জন লোক নেমে প্রথমে নিজেদের ডিবি-পুলিশ পরিচয় দিয়ে চোরাই মাংস বিক্রি করছে বলে রফিকুল ইসলামকে গাড়িতে উঠতে বলেন। তাঁদের সঙ্গে যেতে না চাইলে দোকানের ক্যাশবাক্স থেকে ৪০ হাজার টাকা নিয়ে রফিকুল ইসলামকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। এ সময় গ্রেপ্তার রাসেল মাহবুবুল নিজেকে র্যাবের মেজর পরিচয় দেন। তাঁকে গাড়িতে তুলে বেধড়ক পিটুনি দিয়ে ৬ লাখ টাকা দাবি করেন।
তিনি আরও বলেন, সেখান থেকে ফেরার পথে বেলা ১১টার দিকে জেলার মুক্তাগাছার নিমুরিয়া হাইস্কুলের সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সেলসম্যান আসাদুজ্জামান আসাদকে মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেন। তখন আসাদুজ্জামান মোটরসাইকেল দাঁড় করাতেই গাড়িতে থাকা আসামিরা র্যাব এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আইডি কার্ড দেখিয়ে আসাদকে গাড়িতে তোলেন এবং একজন অপহরণকারী মোটরসাইকেলটি চালিয়ে অন্যত্র নিয়ে যান।
অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান আরও বলেন, একই দিন বেলা ২টার দিকে সেখান থেকে জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের ঢাকা-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে মুদি দোকানের কর্মচারী হাফিজুল ইসলামকে ডাক দেন। হাফিজুল ইসলাম কাছে এলে রাসেল মাহবুবুল আবারও নিজেকে র্যাবের মেজর পরিচয় দিয়ে হাফিজুলকে জোরপূর্বক গাড়িতে তুলে হত্যার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন এই চক্রের চার সদস্যকে ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন।
তাঁদের সঙ্গে আরও ছয়জন সহযোগী রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে র্যাব কাজ করছে। গ্রেপ্তারদের মধ্যে রাসেল র্যাবের মেজর পরিচয় দিয়ে তিনটি বিয়ে এবং একাধিক অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। তাঁর নামে চারটি মামলা রয়েছে। মনিরের নামে একটি মামলা রয়েছে। বাকিদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে অঝোরে কেঁদে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘র্যাবের মেজর পরিচয় দিয়ে রাসেল আমার কাছে ছয় লাখ টাকা দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির সিটের নিচে আমার মাথা রেখে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে কয়েক ঘণ্টা নির্যাতন করেন। তাঁদের কাছে প্রাণে বাঁচার আকুতি করেও কোনো রেহাই পাইনি। র্যাব বিষয়টি বুঝতে পেরে আমাদের উদ্ধার করায় প্রাণে বেঁচে রয়েছি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫