ময়মনসিংহে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের ফুলপুরে মো. শ্যামল (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার আলোকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের হযরত আলীর ছেলে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্যামল বালু ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের দিকে আসছিলেন। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি আরও বলেন, কে বা কারা, কী কারণে শ্যামলকে কুপিয়ে হত্যা করেছে তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত