Ajker Patrika

শেরপুরে নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ২৬
শেরপুর সদরের দিকপাড়া গ্রামে মৃত সবজি ব্যবসায়ী আনন্দের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
শেরপুর সদরের দিকপাড়া গ্রামে মৃত সবজি ব্যবসায়ী আনন্দের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশে একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবজি ব্যবসায়ীর নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

পুলিশ, নিহত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ভাড়া থাকতেন। ১১ এপ্রিল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশের ভুট্টাখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি আনন্দের বলে শনাক্ত করে তাঁর পরিবার।

নিহতের চাচাতো ভাই মো. আনিসুল বলেন, ‘শুক্রবার রাত থেকে হঠাৎ আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তার মরদেহ পাওয়া গেল। আমরা তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চাই।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত