Ajker Patrika

স্ত্রীর করা মামলায় পলাতক জাককানইবির ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩৯
স্ত্রীর করা মামলায় পলাতক জাককানইবির ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান

দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুক মামলা করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। মামলার পর ১৫ দিনের ছুটির আবেদন দিয়ে ক্যাম্পাস ছেড়েছেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী প্রথম স্ত্রী স্মৃতি রানী ভৌমিককে তালাক দিয়ে তাঁর সহপাঠী সোহেলী আক্তারকে বিয়ে করেন সাইফুল। দুই বছর দুই মাস সংসার করার পর দ্বিতীয় স্ত্রী যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন সাইফুলের বিরুদ্ধে। মামলার পর পলাতক রয়েছেন তিনি। মামলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও বিচার চেয়েছেন সোহেলী আক্তার। 

চলতি বছরের ২৪ আগস্ট নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া লিখিত অভিযোগে সোহেলী আক্তার উল্লেখ করেন, তাঁকে রংপুরের জমি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন সাইফুল ইসলাম। এতে আপত্তি জানানোয় তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান সাইফুল। এ ছাড়া তিনি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গভীর রাতে ভিডিও কলে ব্যস্ত থাকতেন। এর প্রতিবাদ করায় তাঁর ওপর নির্যাতন করা হতো। 

সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে সাইফুল ইসলামের বিরুদ্ধে নম্বর টেম্পারিংয়ের অভিযোগ করেন স্নাতকোত্তর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থী। এ ছাড়া ২০২০ সালের জুনে তাঁর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগও উঠেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার তদন্ত কমিটি করা হলেও তদন্ত প্রতিবেদন কিংবা দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যায়নি। 

এ বিষয়ে সোহেলী আক্তার বলেন, ‘গত ১৪ আগস্ট আমাকে শারীরিক নির্যাতন করেন সাইফুল। পরদিন আমি বাবার বাড়িতে চলে যাই। চিকিৎসা শেষে ২৪ আগস্ট ময়মনসিংহের বাসায় ফিরে ঘরে প্রবেশ করতে না পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ 

সাইফুলের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ‘সাইফুল ইসলামের বিরুদ্ধে করা মামলার নথি এখনো হাতে পাইনি। স্ত্রীর করা মামলার বিষয়ে কথা বলতে তাঁকে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ওই শিক্ষক অপরাধী হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’ 

মামলার বিষয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, ‘২৪ আগস্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী আনন্দমোহন কলেজের শিক্ষক মোছাম্মৎ সোহেলী আক্তার। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবস্থানও শনাক্ত করতে পেরেছি। আশা করছি, দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত