কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২২, ১২: ০৭
আপডেট : ১১ জুন ২০২২, ১২: ৩৫

জয়পুরহাটের কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে মকবুল হোসেন দুলু (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে তিনি আত্মহত্যা করেন। মকবুল হোসেন উপজেলার মাত্রাই ইউনিয়নের উনিহার গ্রামের বানু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের তিন ছেলে ও তিন মেয়ে। তাঁর দুজন স্ত্রী। মকবুল তাঁর সম্পত্তি প্রথম স্ত্রীর সন্তানকে কিছু অংশ দলিল করে দেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কোনো সম্পত্তি দলিল না করে দেওয়ায় এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকত। তাই অভিমানে মকবুল হয়তো আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে মকবুল তাঁর নিজের শোয়ারঘরে ঘুমিয়ে পড়েন। তাঁর ছোট ছেলে মিজানুর রহমানের (২৮) রাতে ঘুম ভেঙে গেলে বাবার ঘরে বাবাকে দেখতে যান। এ সময় মিজানুর রহমান তাঁর বাবাকে দেখতে না পেয়ে বাড়িতে খুঁজতে শুরু করেন। একসময় তিনি গোয়ালঘরে বাঁশের সঙ্গে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর স্থানীয়রা এসে মকবুলকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানারর পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধ মকবুল হোসেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কী কারণে মকবুল অভিমান করেছেন তাঁর পরিবার পরিষ্কারভাবে কিছু বলছে না। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত