Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ২২
চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। 

গতকাল শনিবার সকালে তাঁদের আটকের পর যাচাই-বাছাই শেষে আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান। 

বিজিবি অধিনায়ক জানান, ভারতীয় নাগরিকেরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাঁদের আটক করে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। 

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত