বগুড়ায় অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪: ১০
Thumbnail image

বগুড়ার কাহালুতে ইসমাইল হোসেন (৪০) নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বেলা ১১টার দিকে কাহালু থানার দলগারা ধাওয়াপাড়া গ্রামের ধানখেত থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত চালক উলট্ট মধ্যপাড়া গ্রামের ইব্রাহীম আলীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি মাহমুদ হাসান জানান, ইসমাইল হোসেন রাত ১১টা পর্যন্ত গ্রামেই অটোরিকশা চালিয়েছেন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দলগাড়া ধাওয়াপাড়া গ্রামের ধানখেতে লাশ দেখতে পায়। সেখান থেকে কিছু দূরে একটি মাদ্রাসার মাঠ থেকে তাঁর অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ছুরির কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর ইসমাইলকে হত্যা করা হয়েছে। তবে অটোরিকশাটি ফেলে রাখার কারণ বোঝা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত