Ajker Patrika

জাল টাকা কিনে বিক্রি, নাটোরে দম্পতি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৪, ১৩: ০৭
জাল টাকা কিনে বিক্রি, নাটোরে দম্পতি গ্রেপ্তার

নাটোরে জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়। 

এর আগে গতকাল মঙ্গলবার সাড়ে ১০টার দিকে নাটোর সদরের ধরাইল বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রিপন (৩৩) ও তাঁর স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)। 

নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজার থেকে জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন মো. রিপন (৩৩) ও তাঁর স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)। 

রিপন ও তাঁর স্ত্রী সংঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা কিনে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। 

র‍্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার ৩ নম্বর দিঘাপতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধরাইল বাজারে অভিযান চালায়। এ সময় ১ হাজার টাকার ১৩টি নোট এবং ৫০০ টাকার ২৪টি নোটসহ রিমু ও রিপনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। 

মেজর মাহমুদ আরও জানান, র‍্যাব জাল টাকার মূল প্রস্তুতকারক ও সরবরাহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে জাল মুদ্রা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত