Ajker Patrika

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৪
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন।

তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ তাহেরপুর পাটহাটার মোড় থেকে ছয় গ্রাম হেরোইনসহ জিন্নাত মন্ডল (২৮) ও সৌরপ কুমার সরকারকে (২২) গ্রেপ্তার করে। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রামরামা গ্রামের জহির উদ্দীনের ছেলে মিলন হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সেই সঙ্গে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন আউচপাড়া ইউনিয়নের বাহামনি গ্রামের জনবক্সের ছেলে আজাদ আলী এবং নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের লতিফের ছেলে লিটন ও ফরহাদ আলী।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ আজকের পত্রিকাকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত