নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নওগাঁয় আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে জেলা জজ পদ মর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখতে বলা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিবকে কমিটি গঠন করে তদন্ত শেষে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর তদন্তের সময় ঘটনায় জড়িতদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিকের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
মামলা ছাড়া কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে সুলতানা জেসমিনকে তুলে নেওয়ার ঘটনা কেন আইন ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আজ শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, জেসমিনকে তুলে নেওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁকে তুলে নেওয়ার পর নওগাঁ এবং পরে রাজশাহী হাসপাতালে নেওয়া হয়। সবই র্যাবের তত্ত্বাবধানে। এক মিনিটের জন্যও যদি ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হয় সেটা অনেক বড় বিষয়। তাঁকে আটকের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার তদন্ত পুলিশ ছাড়া অন্য বাহিনী করতে হলে আদালতের আদেশ লাগবে।
মনোজ কুমার ভৌমিক বলেন, এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৪ ঘণ্টার বেশি আটক রাখা হয়েছে। তাঁর মৌলিক অধিকার খর্ব হয়েছে। সংবিধান লঙ্ঘন হয়েছে। আর খোদ আইনমন্ত্রী বলেছেন, নওগাঁয় জেসমিনের গ্রেপ্তারের ঘটনার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে। র্যাবের কেউ যেন আর এ রকম দুঃসাহস না দেখায়, এ জন্য উচ্চ পর্যায়ের কমিটি করে তদন্ত করার দাবি করছি।
এ দিকে জেসমিনের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, কোনো ধরনের লিখিত অভিযোগ বা এজাহার ছাড়া শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন নারীকে তুলে নেওয়া হয়েছে। এই ক্ষমতাটা কি তাদের ছিল? অ্যাটর্নি জেনারেল বলেন, রিট মামলায় এটা দেখার সুযোগ নেই। এটার বিচার করতে হলে ট্রায়াল কোর্টে যেতে হবে। এখনো রুল জারি করার মতো অবস্থায় আসেনি। এ সময় আদালত বলেন, কোর্টের কি রুল জারি করার ক্ষমতা নেই? অ্যাটর্নি জেনারেল বলেন, পারবে সরকার কিছু না করলে। আদালত বলেন, যাদের হেফাজতে মারা গেছেন তাঁদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল বলেন, এখনো তদন্ত শেষ হয়নি।
হাইকোর্ট বলেন, ‘আমরা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে কোনো রুল ইস্যু করিনি। আইন ও সংবিধানের ক্ষমতাবলেই এই আদেশ দেওয়া হলো। কারণ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সেই সংবিধানে জনগণের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে।’
গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুলতানা জেসমিনকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে অসুস্থ হয়ে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে র্যাব দাবি করে। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তখন দায়িত্বরত চিকিৎসক সুলতান জেসমিনের মাথাজুড়ে একাধিক ইন্ট্রাক্রানিয়াল রক্তক্ষরণ পাওয়া গেছে বলে জানিয়েছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান।
পরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, তারা আটকের বিষয় সম্পর্কে অবগত ছিল না, বরং গণমাধ্যম থেকে তারা তথ্যটি জানতে পেরেছে। আরও জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, সেই মামলা দায়ের করা হয়েছে তাঁকে আটকের প্রায় ৩১ ঘণ্টা পর ২৩ মার্চ বিকেলে এবং মামলাটি দায়ের করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক এনামুল হক।
তবে গত রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে জেসমিনের মৃত্যুকে স্বাভাবিক বলা হয়। রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে সেই প্রতিবেদনে জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে কী মতামত দেওয়া হয়েছে তা নিয়ে তখন সাংবাদিকদের কিছু বলতে চাননি ময়নাতদন্ত বোর্ডের প্রধান রামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন।
গত সোমবার সকালে ডা. কফিল উদ্দিন এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, কোনোরকম নির্যাতন নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু। জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
নওগাঁয় আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে জেলা জজ পদ মর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখতে বলা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিবকে কমিটি গঠন করে তদন্ত শেষে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর তদন্তের সময় ঘটনায় জড়িতদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিকের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
মামলা ছাড়া কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে সুলতানা জেসমিনকে তুলে নেওয়ার ঘটনা কেন আইন ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আজ শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, জেসমিনকে তুলে নেওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁকে তুলে নেওয়ার পর নওগাঁ এবং পরে রাজশাহী হাসপাতালে নেওয়া হয়। সবই র্যাবের তত্ত্বাবধানে। এক মিনিটের জন্যও যদি ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হয় সেটা অনেক বড় বিষয়। তাঁকে আটকের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার তদন্ত পুলিশ ছাড়া অন্য বাহিনী করতে হলে আদালতের আদেশ লাগবে।
মনোজ কুমার ভৌমিক বলেন, এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৪ ঘণ্টার বেশি আটক রাখা হয়েছে। তাঁর মৌলিক অধিকার খর্ব হয়েছে। সংবিধান লঙ্ঘন হয়েছে। আর খোদ আইনমন্ত্রী বলেছেন, নওগাঁয় জেসমিনের গ্রেপ্তারের ঘটনার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে। র্যাবের কেউ যেন আর এ রকম দুঃসাহস না দেখায়, এ জন্য উচ্চ পর্যায়ের কমিটি করে তদন্ত করার দাবি করছি।
এ দিকে জেসমিনের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, কোনো ধরনের লিখিত অভিযোগ বা এজাহার ছাড়া শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন নারীকে তুলে নেওয়া হয়েছে। এই ক্ষমতাটা কি তাদের ছিল? অ্যাটর্নি জেনারেল বলেন, রিট মামলায় এটা দেখার সুযোগ নেই। এটার বিচার করতে হলে ট্রায়াল কোর্টে যেতে হবে। এখনো রুল জারি করার মতো অবস্থায় আসেনি। এ সময় আদালত বলেন, কোর্টের কি রুল জারি করার ক্ষমতা নেই? অ্যাটর্নি জেনারেল বলেন, পারবে সরকার কিছু না করলে। আদালত বলেন, যাদের হেফাজতে মারা গেছেন তাঁদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল বলেন, এখনো তদন্ত শেষ হয়নি।
হাইকোর্ট বলেন, ‘আমরা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে কোনো রুল ইস্যু করিনি। আইন ও সংবিধানের ক্ষমতাবলেই এই আদেশ দেওয়া হলো। কারণ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সেই সংবিধানে জনগণের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে।’
গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুলতানা জেসমিনকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে অসুস্থ হয়ে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে র্যাব দাবি করে। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তখন দায়িত্বরত চিকিৎসক সুলতান জেসমিনের মাথাজুড়ে একাধিক ইন্ট্রাক্রানিয়াল রক্তক্ষরণ পাওয়া গেছে বলে জানিয়েছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান।
পরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, তারা আটকের বিষয় সম্পর্কে অবগত ছিল না, বরং গণমাধ্যম থেকে তারা তথ্যটি জানতে পেরেছে। আরও জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, সেই মামলা দায়ের করা হয়েছে তাঁকে আটকের প্রায় ৩১ ঘণ্টা পর ২৩ মার্চ বিকেলে এবং মামলাটি দায়ের করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক এনামুল হক।
তবে গত রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে জেসমিনের মৃত্যুকে স্বাভাবিক বলা হয়। রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে সেই প্রতিবেদনে জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে কী মতামত দেওয়া হয়েছে তা নিয়ে তখন সাংবাদিকদের কিছু বলতে চাননি ময়নাতদন্ত বোর্ডের প্রধান রামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন।
গত সোমবার সকালে ডা. কফিল উদ্দিন এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, কোনোরকম নির্যাতন নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু। জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে