Ajker Patrika

বেড়ায় শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২০: ০৬
বেড়ায় শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

পাবনার বেড়ায় হাসান আলী (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। আজ রোববার সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি হাইস্কুলের বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

হাসান আলী পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিকের কাজ করলেও একজন পেশাদার জুয়াড়ি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করে।

নিহতের বড় ভাই রিকশাভ্যানচালক হেলাল আলী জানান, হাসান রাজমিস্ত্রির সহকারীসহ শ্রমিকের কাজ করলেও জুয়া খেলার নেশায় আসক্ত ছিল। জুয়ার টাকা নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডে ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বেড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, এলাকাবাসীর দেওয়া সংবাদ পেয়ে সকালেই পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। তাঁকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, পরিবারের দেওয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত