গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, এএসআই প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২২
Thumbnail image

সিরাজগঞ্জের তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। 

আজ শনিবার দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

ওসি নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এএসআই সন্তোষ কুমারকে পুলিশ লাইনসে প্রত্যাহার করেন। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

গত মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের এক গৃহবধূর ঘরে প্রবেশ করে মাদক তল্লাশির নামে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে গৃহবধূ অভিযোগ তোলেন। এ ঘটনায় ওই গৃহবধূ এক ভিডিও বার্তায় এএসআইয়ের বিচার দাবি করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। 

পরে বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নজরে আসে। পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেন। এএসআই সন্তোষ কুমারের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর রাতে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত