Ajker Patrika

একই দিনে পুত্রবধূর পর শ্বশুর-শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
একই দিনে পুত্রবধূর পর শ্বশুর-শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্রীপুর রামনগর গ্রামে। 

স্থানীয়রা জানান, মোসলেম আলীর ছেলে কাফি হোসেন ভালোবেসে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের সুমি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাফি হোসেন মা-বাবার সঙ্গে নিজেদের বাড়িতে থাকছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে বউ-শাশুড়ির ঝগড়া বাঁধে। থেমে থেমে প্রায় সারা দিনই চলে ঝগড়া। একপর্যায়ে রাত ১০টার দিকে পুত্রবধূ সুমি খাতুন (২২) বিষপান করেন। পুত্রবধূর বিষপানের একটু পর শাশুড়ি কাজলী বেগমও (৪২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা রাতেই তাঁদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বউ-শাশুড়ির এমন ঘটনা দেখে শ্বশুর মোসলেম আলীও (৪৫) বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে লোকজন দেখতে পাওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বউ-শাশুড়ির মাঝে মধ্যেই ঝগড়া হয়। শুক্রবার ঝগড়ার একপর্যায়ে রাত ১০টার দিকে পুত্রবধূ সুমি খাতুন বিষপান করেন। সুমিকে গুরুতর অবস্থায় তাঁর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুমিকে বাঁচাতে সবাই ব্যস্ত থাকার সুযোগে শাশুড়ি কাজলী বেগমও বিষপান করেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বউ-শাশুড়ির পর শ্বশুরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বউ-শাশুড়ির পেট ওয়াশ করা হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘বউ-শাশুড়ির পেট থেকে বিষ বের করা হয়েছে। তাঁরা সুস্থ আছেন। শ্বশুরের সমস্যা অতটা জটিল না হওয়ায় তাঁকে ভর্তি করার প্রয়োজন হয়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ‘একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টার ঘটনা মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত