মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা

প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১১: ৪৭
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ১৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের অঞ্জনা খাতুন নামের এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির লোকের পাশবিক নির্যাতন চালিয়ে অঞ্জনাকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা করতে ব্যর্থ হলে আদালতে মামলা দায়ের করেন নিহতের বাবা। কিন্তু এ মামলার কোনো আসামি গ্রেপ্তার করেনি প্রশাসন। তাই সুবিচারের দাবিতে সচেতন মহলের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা রুস্তম আলী। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মানুষমুরা গ্রামের রুস্তম আলীর মেয়ে অঞ্জনা খাতুনের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয় মনোহরা গ্রামের আজিজ প্রাংয়ের ছেলে আবু সাঈদের। বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে পারিবারিকভাবে কলহ সৃষ্টি হয়ে আসছিল তাঁদের মধ্যে। এরই একপর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে ঘটনার দিন গত ৬ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা গৃহবধূকে বেধড়ক মারপিট করেন। তাঁর মুখে বিষজাতীয় তরল পদার্থ ঢেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে অঞ্জনার মৃত্যু হয়। নিহত অঞ্জনার সাড়ে চার ও তিন বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে। 

এ ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর স্বামীসহ ছয়জনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরেও প্রকাশ্য দিবালোকে ঘরে বেড়াচ্ছেন আসামিরা। এ ছাড়া মামলা তুলে নিয়ে আপস-মীমাংসা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত অঞ্জনার অসহায় বাবা। 

মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, আদালতের মামলাটি থানায় এসেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত