Ajker Patrika

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি (বগুড়া) শেরপুর  
শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা–পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহাগ (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মজনু আকন্দের ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে শেরপুর উপজেলার শুভগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণ মামলায় বলা হয়, মো. সোহাগ শেরপুরের বোয়ালমারী এলাকায় মাটির কাটার কাজ করতেন। তিনি বাদীর বাড়িতে মেশিনের মবিল ও তেল রাখতেন। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা সোহাগ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে ফসলের খেতে ধর্ষণ করে রাস্তার পাশে রেখে যান। বাড়ির লোকজন মেয়েটিকে বিছানায় দেখতে না পেয়ে বাড়িতে ও চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাঁকে বাড়ির পাশেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শনিবার দিবাগত সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ ও ফসলি জমিতে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আজ রোববার এই মামলায় গ্রেপ্তারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত