Ajker Patrika

হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫: ২২
হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আমেনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। জেলার সদর হাসপাতালে ওই গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। গতকাল শুক্রবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন নিহত আমেনার শ্বশুরবাড়ির লোকজন।

ওই গৃহবধূ পিরোজপুর গ্রামের তৈমুর রহমানের মেয়ে এবং শাহবাজপুর বাগিচাপাড়ার সামিউল ইসলাম তুষারের স্ত্রী।

নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, বিয়ের পর তুষার চাপ দিয়ে যৌতুক হিসেবে প্রথমে ৭৫ হাজার টাকা নেন। সম্প্রতি আরও ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় প্রায় সময় আমেনা খাতুনকে স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। এরই জের ধরে শুক্রবার দুপুরে আমেনা খাতুনকে নির্যাতন করে হত্যার পর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে।

মনিরুল ইসলাম আরও বলেন, ‘অসুস্থ হওয়ার পর প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কথা। কিন্তু সেখানে না নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর পরেও আমাদের খবর দেওয়া হয়নি। গ্রামবাসীর কাছে খবর পেয়ে আমরা যখন হাসপাতালে যাই, তখন মরদেহ রেখেই আমেনার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।’

নিহত আমেনার ভগ্নিপতি আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনার পর থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও শ্বশুরবাড়ির কেউ খোঁজ নিতে আসেনি। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে। তাদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।’

মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক নাজির আহমেদ বলেন, ‘ভিসেরা রিপোর্টের জন্য নমুনা পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, সদর হাসপাতালে মৃত্যু হওয়ায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত