ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দপ্তরিকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩৭
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩৯

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সুলতান মাহমুদ (৩৫) নামে এক দপ্তরিকে ছুরিকাঘাত করেছে সাফিউল (১৯) নামে এক যুবক। এ ঘটনায় সাফিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার জাহাঙ্গীরগাতী এলাকার বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত সুলতান মাহমুদ বোয়ালিয়া গ্রামের মো. আবু বক্কারের ছেলে ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। আটক সাফিউল একই গ্রামের সেলিম হোসেনের ছেলে।

বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন সাফিউল। আজ সকালেও ওই ছাত্রী স্কুলে আসার পথে সাফিউল উত্ত্যক্ত করেন। বিষয়টি প্রাইমারি স্কুলের দপ্তরি সুলতান মাহমুদের নজরে এলে তিনি প্রতিবাদ করেন। ক্ষিপ্ত হয়ে ওই যুবক স্কুলের ভেতরে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে সুলতান মাহমুদের পেটে আঘাত করেন। পরে স্কুলের শিক্ষক ও ছাত্ররা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত দপ্তরিকে চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হচ্ছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাফিউলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত