নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাঁচামাল বহনকারী পিকআপ ভ্যানে কৌশলে পাচারের সময় প্রায় ৪ হাজার পিস মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা দল। পিকআপটি রংপুর থেকে বগুড়ার দিকে আসছিল। এ সময় আবু বক্কর ও আল আমিন ওরফে শামীম নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) রাতে বগুড়া জেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানাতে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সন্দেহভাজন মিনি ট্রাকটিকে মহাসড়কে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। চালকের সিটের পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩টি কালো পলিথিনের পোটলায় বুপ্রেনরফিন যার বাণিজ্যিক নাম কুপিজেসিক ইনজেকশন। প্রতিটি পলিথিনে ২৫০ এ্যাম্পুল করে মোট ৩ হাজার ২৫০টি এ্যাম্পুল এবং অপর আরেকটি পলিথিন পোটলায় ২৫০টি ইনজেকশন পাওয়া যায়।
মামলায় উল্লেখ করা হয়, এই চালানের সঙ্গে মূল কারবারিকে না পাওয়া গেলেও গাড়িচালক আবু বক্কর ও তার সহকারী আল আমিন ওরফে শামীমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিভাগীয় গোয়েন্দার প্রধান উপপরিচালক (ডিডি) জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের কাছে থেকে এই চালানের পেছনে কারা রয়েছেন। কোথায় থেকে আসছে তা বের করে প্রয়োজনে পরবর্তী অভিযান চালানো হবে।
তবে সূত্র বলছে, ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ভয়াবহ মাদক হিসেবে পরিচিত। তীব্র ব্যথানাশক হিসেবে এক সময় এটি ব্যবহার হলেও মাদক কারবারিরা এখন পুরোপুরি ছড়িয়ে দিচ্ছে মাদক হিসেবে। বিশেষ করে প্যাথেড্রিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তাঁরা এ মাদকটি ব্যবহার করেন।
কাঁচামাল বহনকারী পিকআপ ভ্যানে কৌশলে পাচারের সময় প্রায় ৪ হাজার পিস মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা দল। পিকআপটি রংপুর থেকে বগুড়ার দিকে আসছিল। এ সময় আবু বক্কর ও আল আমিন ওরফে শামীম নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) রাতে বগুড়া জেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানাতে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সন্দেহভাজন মিনি ট্রাকটিকে মহাসড়কে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। চালকের সিটের পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ১৩টি কালো পলিথিনের পোটলায় বুপ্রেনরফিন যার বাণিজ্যিক নাম কুপিজেসিক ইনজেকশন। প্রতিটি পলিথিনে ২৫০ এ্যাম্পুল করে মোট ৩ হাজার ২৫০টি এ্যাম্পুল এবং অপর আরেকটি পলিথিন পোটলায় ২৫০টি ইনজেকশন পাওয়া যায়।
মামলায় উল্লেখ করা হয়, এই চালানের সঙ্গে মূল কারবারিকে না পাওয়া গেলেও গাড়িচালক আবু বক্কর ও তার সহকারী আল আমিন ওরফে শামীমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিভাগীয় গোয়েন্দার প্রধান উপপরিচালক (ডিডি) জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের কাছে থেকে এই চালানের পেছনে কারা রয়েছেন। কোথায় থেকে আসছে তা বের করে প্রয়োজনে পরবর্তী অভিযান চালানো হবে।
তবে সূত্র বলছে, ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ভয়াবহ মাদক হিসেবে পরিচিত। তীব্র ব্যথানাশক হিসেবে এক সময় এটি ব্যবহার হলেও মাদক কারবারিরা এখন পুরোপুরি ছড়িয়ে দিচ্ছে মাদক হিসেবে। বিশেষ করে প্যাথেড্রিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তাঁরা এ মাদকটি ব্যবহার করেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১১ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৪ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫