নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মামলার পর ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। র্যাব জানায়, গতকাল সোমবার রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ট্রাকচালকের নাম মামুনুর রশীদ (৪০)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রথবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে ওই দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এরপর রাতে র্যাবের অপারেশনাল দল নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে ট্রাকচালক মামুনুর রশীদকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে রাতেই মহাদেবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর রাতে র্যাব ট্রাকচালককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
গতকাল সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা।
নিহতরা হলেন অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের বাসিন্দা পাপ্পু সরদার (৫০)। অপর তিনজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২), একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪) এবং নওগাঁ সদরের বর্ষাইল এলাকার বাসিন্দা প্রিয় মণ্ডল। প্রিয় মণ্ডলের বয়স নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মামলার পর ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। র্যাব জানায়, গতকাল সোমবার রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ট্রাকচালকের নাম মামুনুর রশীদ (৪০)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রথবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুরে ওই দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এরপর রাতে র্যাবের অপারেশনাল দল নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে ট্রাকচালক মামুনুর রশীদকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে রাতেই মহাদেবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর রাতে র্যাব ট্রাকচালককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
গতকাল সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা।
নিহতরা হলেন অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের বাসিন্দা পাপ্পু সরদার (৫০)। অপর তিনজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২), একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪) এবং নওগাঁ সদরের বর্ষাইল এলাকার বাসিন্দা প্রিয় মণ্ডল। প্রিয় মণ্ডলের বয়স নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪