গোয়ালঘরে পুঁতে রাখা ছিল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯: ৪৬
Thumbnail image

বগুড়ার সারিয়াকান্দি থেকে নিখোঁজ স্কুলছাত্র নাছিরুল ইসলাম নাছিমের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে গাবতলী থেকে। একটি গোয়ালঘরে পুঁতে রাখা ছিল এই মরদেহ। গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে নাছিমের ফুপুর বাড়ি থেকে সোমবার রাত ১০টায় গাবতলী ও সারিয়াকান্দি থানার পুলিশ যৌথ অভিযানে এই লাশ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বিষয়টি নিশ্চিত করেন।

নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ওয়াজেল মণ্ডলের ছেলে। সে ফুলবাড়ী গমির উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সারিয়াকান্দি থানার এসআই খোকন দাস বলেন, গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নাছিম তার বড় বোনের সঙ্গে ঝগড়া করে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত করতে গিয়ে নাছিমের ফুপাতো ভাইকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। এ সময় এনামুলের মা-বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। 

উপপরিদর্শক খোকন বলেন, গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়। হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত