নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচন কমিশনার (ইসি) সেজে প্রতারক চক্রটি প্রার্থীদের ভোটে জিতিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনেরও হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে কাউন্সিলর প্রার্থী আরমান আলীর ব্যক্তিগত মোবাইলে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান পরিচয় দেন। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তাঁর কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।
এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল ফোন নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তাঁরা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।
পরে সকাল ৮ টা ২৯, ৮টা ৩৮ এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। কিন্তু এটি সংঘবদ্ধ চক্রের প্রতারণার কৌশল বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচন কমিশনার (ইসি) সেজে প্রতারক চক্রটি প্রার্থীদের ভোটে জিতিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনেরও হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে কাউন্সিলর প্রার্থী আরমান আলীর ব্যক্তিগত মোবাইলে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান পরিচয় দেন। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তাঁর কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।
এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল ফোন নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তাঁরা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।
পরে সকাল ৮ টা ২৯, ৮টা ৩৮ এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। কিন্তু এটি সংঘবদ্ধ চক্রের প্রতারণার কৌশল বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে