নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। র্যাব বলছে, গ্রেপ্তার নাঈম ও তাঁর সহযোগীরা স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল ফোন, টাকাপয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করতেন। তিনি ওই এলাকার কিশোর গ্যাং লিডার ছিলেন।
আজ শনিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাঈম উপজেলার সন্ন্যাসতলা (দুর্গাপুর) এলাকার সোহেল হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং লিডার নাঈম ও তাঁর সহযোগী নয়নসহ চার-পাঁচজন ওই এলাকায় অনেক দিন ধরে স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করতেন।
৮ মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকাপয়সা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও মোটরসাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ১০ মে আবারও তাদের আটকিয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকেরা থানায় মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়।
নাঈমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় জিডি-মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। র্যাব বলছে, গ্রেপ্তার নাঈম ও তাঁর সহযোগীরা স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল ফোন, টাকাপয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করতেন। তিনি ওই এলাকার কিশোর গ্যাং লিডার ছিলেন।
আজ শনিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাঈম উপজেলার সন্ন্যাসতলা (দুর্গাপুর) এলাকার সোহেল হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং লিডার নাঈম ও তাঁর সহযোগী নয়নসহ চার-পাঁচজন ওই এলাকায় অনেক দিন ধরে স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করতেন।
৮ মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকাপয়সা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও মোটরসাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ১০ মে আবারও তাদের আটকিয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকেরা থানায় মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়।
নাঈমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় জিডি-মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪