শাজাহানপুরে সরকারি তার চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ২১: ১০

ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাজাপুর রাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাজাপুর দরজিপাড়া গ্রামের জব্বারের ছেলে সুলতান (৩৫)। সুজাবাদ পশ্চিমপাড়া গ্রামের গফুরের ছেলে আনোয়ার (৩২) এবং সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে হান্নান (৩২)। 

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন ধরে এ তার চুরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পরিচয় গোপন রাখার শর্তে মাঝিড়া এবং সাজাপুর এলাকায় মহাসড়কের ধারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি চোর চক্র অনেক দিন ধরে মহাসড়কের ধারে মাটি খুঁড়ে সরকারি মূল্যবান তার চুরি করছিল। তবে সাধারণ মানুষ মনে করত মহাসড়কে উন্নয়নকাজের শ্রমিকেরা কাজ করছেন। এই কাজে মহাসড়কের দুদিকে নিজেদের লোক রাখত চক্রটি। পুলিশের গাড়ি দেখলে তাঁরা ফোনে সতর্ক করে দিতেন। 
 
এ প্রসঙ্গে শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরি করার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত