নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় নির্ধারিত মূল্যের চেয়ে কোমল পানীয়র দাম ৫ টাকা বেশি নেওয়ার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া জিংক সিরাপের দাম বেশি ও আগের কেনা ইউরিয়া সার নতুন দামে বিক্রির দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ও সদর উপজেলার হাঁপানিয়া বাজারে অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
শামীম হোসেন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তাদের স্বার্থে নিয়মিত জেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করি। এই ধারাবাহিকতায় দুপুরে হাঁপানিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোমল পানীয়ের দাম ২৫ টাকা হলেও সেটি ৩০ টাকায় বিক্রির অপরাধে তরিকুল ভ্যারাইটিজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আগের দামে কেনা (৮০০ টাকা বস্তা) ইউরিয়া সার বর্তমান দামে (১১০০ টাকা বস্তা) বিক্রির অপরাধে মেসার্স ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘হাঁপানিয়া বাজারে অভিযান শেষে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালালে দেখা যায় জয় ফার্মেসী নামে এক প্রতিষ্ঠান জিংক সিরাপের দাম ৩৫ টাকার স্থলে ৫০ টাকা রাখছে। ওই ফার্মেসিকে বেশি দামে জিংক সিরাপ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নওগাঁয় নির্ধারিত মূল্যের চেয়ে কোমল পানীয়র দাম ৫ টাকা বেশি নেওয়ার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া জিংক সিরাপের দাম বেশি ও আগের কেনা ইউরিয়া সার নতুন দামে বিক্রির দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ও সদর উপজেলার হাঁপানিয়া বাজারে অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
শামীম হোসেন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তাদের স্বার্থে নিয়মিত জেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করি। এই ধারাবাহিকতায় দুপুরে হাঁপানিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোমল পানীয়ের দাম ২৫ টাকা হলেও সেটি ৩০ টাকায় বিক্রির অপরাধে তরিকুল ভ্যারাইটিজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আগের দামে কেনা (৮০০ টাকা বস্তা) ইউরিয়া সার বর্তমান দামে (১১০০ টাকা বস্তা) বিক্রির অপরাধে মেসার্স ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘হাঁপানিয়া বাজারে অভিযান শেষে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালালে দেখা যায় জয় ফার্মেসী নামে এক প্রতিষ্ঠান জিংক সিরাপের দাম ৩৫ টাকার স্থলে ৫০ টাকা রাখছে। ওই ফার্মেসিকে বেশি দামে জিংক সিরাপ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে