বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছুরি-চাকুর অপব্যবহার বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন দোকান থেকে ২১০টি ছুরি ও চাকু জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ এই অভিযান চালায়।
গত সাত দিনে তুচ্ছ ঘটনায় ১০ জন ছুরিকাহত হওয়ার পর পুলিশ এই অভিযান চালায়।
অভিযানে কাঁঠালতলার ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি এবং চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি চাকু জব্দ করা হয়। এ সময় এই দুই দোকানের মালিককে এ ধরনের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে পুলিশ। তবে দোকানদারদের দাবি, পুলিশের জব্দ করা চাকু বাড়ির নানা কাজে ব্যবহার হয়ে থাকে।
নুরুল স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন, ‘এই চাকু দিয়ে অপরাধ সংঘটিত হয়, আমাদের জানা ছিল না। প্রশাসন থেকে যেহেতু নিষেধ করেছে, তাই এর পর থেকে বিক্রি করব না।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জব্দ করা চাকু দিয়ে বর্তমানে শহরের নানা রকম অপরাধ হচ্ছে। এসব চাকুর দাম সহজলভ্য হওয়ায় কিশোরেরাও এগুলো দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।
বগুড়ায় ছুরি-চাকুর অপব্যবহার বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন দোকান থেকে ২১০টি ছুরি ও চাকু জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ এই অভিযান চালায়।
গত সাত দিনে তুচ্ছ ঘটনায় ১০ জন ছুরিকাহত হওয়ার পর পুলিশ এই অভিযান চালায়।
অভিযানে কাঁঠালতলার ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি এবং চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি চাকু জব্দ করা হয়। এ সময় এই দুই দোকানের মালিককে এ ধরনের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে পুলিশ। তবে দোকানদারদের দাবি, পুলিশের জব্দ করা চাকু বাড়ির নানা কাজে ব্যবহার হয়ে থাকে।
নুরুল স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন, ‘এই চাকু দিয়ে অপরাধ সংঘটিত হয়, আমাদের জানা ছিল না। প্রশাসন থেকে যেহেতু নিষেধ করেছে, তাই এর পর থেকে বিক্রি করব না।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জব্দ করা চাকু দিয়ে বর্তমানে শহরের নানা রকম অপরাধ হচ্ছে। এসব চাকুর দাম সহজলভ্য হওয়ায় কিশোরেরাও এগুলো দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২১ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২১ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৫ দিন আগে