আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে সাতজন নৈশপ্রহরীকে বেঁধে রেখে চার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোহনপুর বাজারে এ ঘটনা ঘটে। ২০-২৫ জনের ডাকাত দল দোকানের তালা কেটে মিনি ট্রাকে করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন বিএডিসি অনুমোদিত বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের মো. মেহেদী হাসান, মেসার্স স্বাদ ট্রেডার্সের সানাউল ইসলাম, মেসার্স জহুরা ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যারের ফজলুর রহমান ও মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর বাজারে প্রতিদিন রাতে আটজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে সাতজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। তাঁরা এক দোকান পরপর অবস্থান নিয়ে বসে ছিলেন। রাত ৩টার দিকে একটি মিনি ট্রাক নিয়ে ২০-২৫ জনের ডাকাত দল মোহনপুর বাজারে আসে।
জানতে চাইলে নৈশপ্রহরী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ আরও ছয়জন বাজারে ডিউটি করছিলাম। প্রথমে একটি মিনি ট্রাক বাজারে থেমেই আমাকে রড দিয়ে আঘাত করে, এতে আমার মাথা ফেটে যায়। এরপর আমি চিৎকার দিতেই তারা অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে তারা আরও ছয়জনকে বেঁধে বাজারের মধ্য একটি দোকানঘরে আমাদের সবাইকে আটকে রেখে দোকানের মালামাল লুট করে। শেষে যাওয়ার সময় আমাদের মধ্যে কানা রফিকুল নামে একজনের হাতের বাঁধন খুলে দেয়। এরপর আমরা দোকান মালিকদের খবর দেই।’
মেসার্স স্বাদ ট্রেডার্সের মালিক সানাউল ইসলাম বলেন, ‘ডাকাত দলের সদস্যরা আমার কীটনাশকের দোকানঘরের তালা কেটে ভেতরে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারা দোকানের প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় আমিসহ ক্ষতিগ্রস্ত আরও কয়েকজন দোকান মালিক থানায় এসে অভিযোগ দিয়েছি।’
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু বলেন, দীর্ঘদিন থেকে মোহনপুর এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনা শোনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে থানায় এসে পুলিশকে জানিয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের আক্কেলপুরে সাতজন নৈশপ্রহরীকে বেঁধে রেখে চার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোহনপুর বাজারে এ ঘটনা ঘটে। ২০-২৫ জনের ডাকাত দল দোকানের তালা কেটে মিনি ট্রাকে করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন বিএডিসি অনুমোদিত বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের মো. মেহেদী হাসান, মেসার্স স্বাদ ট্রেডার্সের সানাউল ইসলাম, মেসার্স জহুরা ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যারের ফজলুর রহমান ও মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর বাজারে প্রতিদিন রাতে আটজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে সাতজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। তাঁরা এক দোকান পরপর অবস্থান নিয়ে বসে ছিলেন। রাত ৩টার দিকে একটি মিনি ট্রাক নিয়ে ২০-২৫ জনের ডাকাত দল মোহনপুর বাজারে আসে।
জানতে চাইলে নৈশপ্রহরী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ আরও ছয়জন বাজারে ডিউটি করছিলাম। প্রথমে একটি মিনি ট্রাক বাজারে থেমেই আমাকে রড দিয়ে আঘাত করে, এতে আমার মাথা ফেটে যায়। এরপর আমি চিৎকার দিতেই তারা অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে তারা আরও ছয়জনকে বেঁধে বাজারের মধ্য একটি দোকানঘরে আমাদের সবাইকে আটকে রেখে দোকানের মালামাল লুট করে। শেষে যাওয়ার সময় আমাদের মধ্যে কানা রফিকুল নামে একজনের হাতের বাঁধন খুলে দেয়। এরপর আমরা দোকান মালিকদের খবর দেই।’
মেসার্স স্বাদ ট্রেডার্সের মালিক সানাউল ইসলাম বলেন, ‘ডাকাত দলের সদস্যরা আমার কীটনাশকের দোকানঘরের তালা কেটে ভেতরে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারা দোকানের প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় আমিসহ ক্ষতিগ্রস্ত আরও কয়েকজন দোকান মালিক থানায় এসে অভিযোগ দিয়েছি।’
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু বলেন, দীর্ঘদিন থেকে মোহনপুর এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনা শোনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে থানায় এসে পুলিশকে জানিয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫