Ajker Patrika

মেলায় গিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ মিলল ভুট্টা খেতে

বগুড়া প্রতিনিধি
মেলায় গিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ মিলল ভুট্টা খেতে

বগুড়ার শাজাহানপুরে মেলায় গিয়ে নিখোঁজ কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজের (১৮) মরদেহ মিলল ভুট্টা খেতে। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত শাহরিয়ার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার পরানবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে।

রিয়াজের চাচা রিমন আহম্মেদ বলেন, ‘শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে উপজেলার বি ব্লক বন্দরে ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াজ। সন্ধ্যা পর্যন্ত তাকে মেলাতে দেখেছে পরিচিত অনেকেই। রাতে আরবাড়ি ফেরেনি রিয়াজ। পরে রোববার বিকেলে গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে রামপুর গ্রামের একটি ভুট্টা খেতে স্থানীয়রা মরদেহের সন্ধান পান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিয়াজের লাশ শনাক্ত করি।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

ওসি আরও বলেন, শনিবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত